আসন বরাদ্দ দিয়েই খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় প্রায় এক মাস পর আগামী ১৯ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোর আসন বরাদ্দ দিয়েই শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত ৫৫২ তম জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, আগামী ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। এছাড়া আবাসিক হলে আসন বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। ১০ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে হলে আসনের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। যারা আগে একবার আবেদন করেছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। ১৭ আগস্ট আসন বরাদ্দ দেওয়া হবে। হল খুলবে ১৮ আগষ্ট। এবং ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত ১৭ জুলাই সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হলগুলোতে সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে আসন বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর ২০১৯ এবং ২০২২ সালে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দিলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষের এ উদ্যোগ আর আলোর মুখ দেখেনি।
৫৫২তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত–১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
২. আন্দোলনে চবির দুই শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রস্তাব করা হয়েছে।