ঢাবির টিএসসি থেকে মুছে ফেলা হলো ছাত্রলীগের দেয়াল লিখন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামের ভবনে ছাত্রলীগের আঁকা দেয়াল চিত্র ও লিখন মুছে ফেলা হয়েছে। এর পরিবর্তে সেখানে লেখা হয়েছে ‘সন্ত্রাসমুক্ত টিএসসি’।
আজ শনিবার বিকেলে টিএসসি অডিটোরিয়ামের সামনের অংশ থেকে এসব দেয়াল চিত্র ও লিখন মুছে ফেলা হয়েছে।
মুছে ফেলার আগে ও মুছে ফেলার সময়
সরেজমিনে গিয়ে দেখা যায়, অডিটোরিয়ামের সামনের অংশের উপরে উঠে ছাত্রলীগের লেখা 'ভয় কী বন্ধু জেগে ওঠো পদাতিক জয় জয় ছাত্রলীগ' লেখাটির স্টিলের অক্ষরগুলো খুলে ফেলেন কয়েকজন শিক্ষার্থী। খুলে ফেলার পর সেখা সাদা রঙ দিয়ে লিখে দেন সন্ত্রাসমুক্ত টিএসসি। পরবর্তীতে লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মুছে ফেলার পর টিএসসি অডিটোরিয়ামের সামনের অংশের ছবি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ফেসবুকে লিখেছেন, “সন্ত্রাসমুক্ত টিএসসি। ছাত্রলীগের সব প্রতীক ঝেটিয়ে বিদায় করছে সংগ্রামী ছাত্ররা।”