১৬ জুলাই ২০২৪, ১৬:৫১

আন্দোলনকারীদের ধাওয়ায় অজ্ঞান ঢাবির সহকারী প্রক্টর

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে এসে তোপের মুখে পড়েছে প্রক্টরিয়াল টিম। মঙ্গলবার (১৬ জুলাই) সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আব্দুল মুহিত এসময় অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে। 

জানা যায়, বিকাল সোয়া ৪ টায় শহিদ মিনার এলাকায় পরিদর্শনে আসলে ড. মোহাম্মদ আব্দুল মুহিতসহ ৪ জনকে দুয়োধ্বনি দিয়ে তাড়িয়ে দিয়েছে শহীদ মিনারে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানকালে সহকারী ৪ জন প্রক্টর পরিদর্শনে আসলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এসময় তিনি একটু ক্ষেপে গেলে আন্দোলনকারীরা তার দিকে চড়াও হয় এবং তার দিকে তেড়ে আসে। একপর্যায়ে তিনি দৌড়ে ঢাবির রাসেল টাওয়ারের দিকে চলে যান।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। একইসঙ্গে সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।