বিক্ষোভ সমাবেশের আগে ঢাবিতে মিছিল শুরু কোটা আন্দোলনকারীদের
সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহাল করায় তার প্রতিবাদে গত ৫ জুন থেকে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল ৪টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও নানা জটিলতায় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা এসে জড়ো হওয়ার পরপরই মিছিল বের হবে বলে জানিয়েছেন সমন্বয়করা।
জানা যায়, মিছিলটি কলা ভবন, মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসি দিয়ে শাহবাগ গিয়ে থামবে এবং সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার শাহবাগ অবরোধ শেষে রাত ৯টা নাগাদ ক্যাম্পাসে ক্যাম্পাসে আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে আজ কোথাও অবরোধ করা হবে না বলে তখন ঘোষণা দিয়েছিলেন।
গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল হবে বলে জানিয়েছেন সমন্বয়করা।