১১ জুলাই ২০২৪, ১৭:১১

পুলিশের বাধা ভেঙে শাহবাগের দখল নিলেন শিক্ষার্থীরা

পুলিশের সাঁজোয়া যানের উপর উঠে পড়েছেন এক আন্দোলনকারী  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসেন তারা। পরে শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়লেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাধা উপেক্ষা করে তারা শাহবাগ মোড় নিয়ন্ত্রণে নেন।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের তিন দিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলামোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।  এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায়।

এর আগে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে দেখা যায়। এসময় শাহবাগ-বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে কর্মসূচি শুরু হয়। প্রথম দু-দিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে।