১০ জুলাই ২০২৪, ১৮:৩৩

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী লিলি

যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের মুখে পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। বুধবার (১০ জুলাই) চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল। মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় জরুরি সেবা পরিবহন বাদে অন্য সব যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷

জানা যায়, দুপুর পৌনে একটা নাগাদ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির গাড়ি বাংলামোটর থেকে মিন্টো রোডের দিকে যাচ্ছিল। এসময় গাড়ি আটকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে সাবেক এই ছাত্রলীগ নেত্রী হেঁটে মিন্টো রোডের দিকে চলে যান।

এ সময় তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকাবাসীকে। সন্ধ্যা ৬টার পর শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারীরা। এরপর তারা আজকের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ইতি টানবেন।