১০ জুলাই ২০২৪, ০৯:৩৮

মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দিলেন সাবেক তিন শিক্ষার্থী

মো জুবায়ের মিয়া, সৈয়দা জেসিয়া ফেরদৌস ও মো. আশিফ ইমাম খান।  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করেছেন সদ্য সাবেক শিক্ষার্থীরা। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড হাইড্রগ্রাফি বিভাগ দিয়ে স্নাতক প্রোগ্রাম চালু হয় ২০১৭ সালে। বর্তমানে ৫ টি স্নাতক প্রোগ্রামে পাঠদান চললেও স্নাতক পাস করে বের হয়েছেন ৪ টি ডিপার্টমেন্ট থেকে ৭ টি ব্যাচ। সাবেক শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত ৩ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। 

শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে মো জুবায়ের মিয়া, ওশানোগ্রাফি এন্ড হাইড্রগ্রাফি বিভাগে সৈয়দা জেসিয়া ফেরদৌস ও মো. আশিফ ইমাম খান।

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক সৈয়দা জেসিয়া ফেরদৌস বলেন, ‘শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে যুক্ত করতে পেরে আমি ধন্য। ছোটবেলা থেকে সমুদ্রের প্রতি অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করত। পরবর্তীতে সমুদ্রবিজ্ঞানে পড়া এবং অতঃপর শিক্ষক হওয়া পুরো বিষয়টা স্বপ্ন পুরনের মতো।’

তিনি আরও জানান, একসময় আমি যেখানে ছাত্রী ছিলাম, সেই সমুদ্রবিজ্ঞান বিভাগে এখন একজন শিক্ষিকা; এই অনুভূতিটা যেন পূর্ণবৃত্ত সম্পন্ন হওয়ার মতো।  সমুদ্রবিজ্ঞানের প্রতি আমার আগ্রহকে যে প্রতিষ্ঠান প্রেরণা দিয়েছিল সেখানে একজন শিক্ষক হিসেবে অবদান রাখতে পারাটা একটি বড় সম্মানের বিষয়। পরবর্তী প্রজন্মের সমুদ্রবিজ্ঞানীদের পরামর্শ দেওয়া এবং যারা একসময় আমার শিক্ষক ছিলেন তাদের সহযোগি হয়ে উঠতে পারায় আমি উদ্দীপ্ত। শিক্ষার্থী থেকে শিক্ষক হওয়ার এই যাত্রা আমার সমুদ্রবিজ্ঞান বিষয়ে গবেষণা এবং শিক্ষার প্রতি অঙ্গীকার পুনরায় প্রমাণ করে।

একই বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত আশিফ ইমাম খান বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক হতে পারে বিনীত এবং দায়িত্বশীল অনুভব করছি। আমার প্রাপ্তির খাতায় অনেক কিছু যুক্ত করা এই বিশ্ববিদ্যালয়কে সেবা করার সুযোগ পাওয়া অবশ্যই একটি সম্মানের বিষয়।’

 বিশ্ববিদ্যালয়ে অবদান করার বিষয়ে তিনি বলেন, ‘আমি একজন ছাত্র হিসেবে যে সমস্যাগুলির মুখোমুখি হয়েছি সেগুলি সমাধান করার এবং শিক্ষার্থীদের সাধারণত যেসব একাডেমিক ঘাটতির সাথে লড়াই করতে হয় সেগুলিতে অবদান রাখার পরিকল্পনা করছি। যেহেতু আমাদের শিকড় একই, আমি বিশ্বাস করি আরও ভাল করে ওদের সমস্যাগুলো বুঝতে পারব।’

নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের মো জুবায়ের মিয়া বলেন,  ‘নিজের বিশ্ববিদ্যালয় যেখানে আমার উচ্চশিক্ষার হাতেখড়ি হয়েছিল সেখানে আমি এখন শিক্ষার্থীদের পাঠদান করছি। আমার নিজের শিক্ষকগণ যাদের কাছ থেকে আমি সবকিছু শিখেছি তাদেরকে আমি এখন কলিগ হিসাবে পেয়েছি। সব মিলিয়ে এক অন্য রকম অনুভূতি। আমি এই সুযোগ পেয়ে ধন্য।’

তিনি আরও বলেন, শিক্ষক হিসাবে আমার দায়িত্ব অনেক। সবসময় আমার শিক্ষার্থীদের সুনীল অর্থনীতিতে অবদান রাখতে উদ্বুদ্ধ করি। এই জ্বালানি সংকটের সময় সমুদ্র থেকে তেল, গ্যাস উত্তোলনের কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি আমার ডিপার্টমেন্ট একদিন বাংলাদেশে অফশোর স্ট্রাকচার নির্মাণে নেতৃত্ব দিবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাজধানীর পল্লবীতে অস্থায়ী ক্যাম্পাসে চলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করলে পর্যায়ক্রমে নতুন নতুন ডিপার্টমেন্ট চালু হলে শিক্ষকতার সুযোগ বাড়বে বলে আশাবাদী সকলে। এছাড়াও শীঘ্রই চলমান অন্যান্য ডিপার্টমেন্টেও শিক্ষকতার সুযোগ পাবেন সাবেক শিক্ষার্থীরা।