শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা দিলে মানবেন না কর্মকর্তা-কর্মচারীরা
প্রত্যয় স্কিম বাতিলের দাবি না মানা হলে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। এমনকি শিক্ষার্থীদের মতো অবরোধ কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তারা।
এ সময় শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুযোগ-সুবিধা দিলে মানবেন না বলে জানান কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে একথা বলেন তারা।
প্রতিবাদ সমাবেশে ঐক্য পরিষদের আহবায়ক সারোয়ার হোসেন বলেন, অর্থমন্ত্রী কী বুঝে প্রত্যয় স্কিম সমর্থন করলেন, আমরা বুঝি না। অনেক খুজেঁও একটা ভালো দিক আমরা পাইনি। এ স্কিম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে আমাদের আন্দোলন যেমন হয়েছে, আগামীকাল সেটা আরও বড় হবে। ধীরে ধীরে আন্দোলনের পরিধি বাড়বে। আমাদের সঙ্গে ইতোমধ্যে আরও পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত হয়ে মোট ৪০টি বিশ্ববিদ্যালয় একাত্মতা ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, যদি কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে শুধু শিক্ষকদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাহলে আমরা মাঠ ছাড়ব না। যদি কোনো সুযোগ-সুবিধা দিতেই হয়, তাহলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দিতে হবে। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না।
আরো পড়ুন: আজও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবে কোটা সংস্কারপন্থীরা
ঐক্য পরিষদের সদস্য সচিব শাহজাহান মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ, অনুষদ, হল ও প্রশাসনিক ভবনের প্রায় তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। এ সময় তারা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।