শিক্ষার্থীদের আন্দোলনে কারওয়ান বাজারে যানচলাচল বন্ধ
শাহবাগ-চানখারপুল, পরীবাগ, বাংলামোটর অবরোধের পর এবার কারওয়ান বাজার অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (৭ জুলাই) বিকেল ৬টার পর ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ করেন তারা।
বাংলামোটর থেকে কারওয়ান বাজার ও মোতালিব প্লাজার পার্শ্ববর্তী মোড়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান শিক্ষার্থীরা। পরবর্তীতে মোড়ের চারপাশ ব্লক করে যানবাহন আটকে দেয় আন্দোলনকারীরা। এসময় তারা নানাধরণের স্লোগানে স্লোগানে তাদের ব্লকেড কর্মসূচি পালন করেন।
এর আগে পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ শেষে শিক্ষার্থীদের একটি অংশ দৌড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আসেন এবং চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে মোড় অবরোধ করেন। পরীবাগ অবরোধের পর বাংলামোটর মোড় দিয়ে চলাচল করছিলো সকল প্রকার যানবাহন। পরবর্তীতে পরীবাগ থেকে একটি অংশ বাংলামোটর এসে চারপাশ ঘিরে ফেলে এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে পরীবাগ ও বাংলামোটরের মধ্যবর্তী অংশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে শিক্ষার্থীরা অসুস্থ ব্যক্তিবাহী যানবাহন গুলোকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।