০৭ জুলাই ২০২৪, ১৫:৪০

‘শিকল ভেঙে বৈষম্য দূর করার প্রত্যয়’ কোটা সংস্কার আন্দোলনকারীদের

  © টিডিসি ফটো

সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিল এবং ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা ৩টা থেকে ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। এদিকে, এই কর্মসূচিতে হাতে শিকল বেঁধে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সিয়াম। 

ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে ম্যানেজমেন্ট বিভাগের ব্যানারে তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। হাতে শিকল বেঁধে অংশগ্রহণ করার বিষয়ে এই শিক্ষার্থী বলেন, কোটা প্রথার শিকল ভেঙে বৈষম্য দূর করার প্রত্যয়ে আজ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। যতদিন এই সংস্কার না হবে ততদিন আন্দোলনে থাকবো।

এদিকে, বিকাল তিনটা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা শুরু হবে। শুধু শাহবাগ মোড় নয়, সায়েন্স ল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানা যায়।