শাহবাগ অবরোধ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৪, ০৫:৩৮ PM
হাইকোর্ট কর্তৃক সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের পর থেকে চলমান আন্দোলনে দ্বিতীয় দিনের মত রাজধানী শাহবাগ অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ বুধবার (৩ জুলাই) দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচির ব্যানারে জড়ো হতে থাকেন বিভিন্ন হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে একত্রিত হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিশাল এক মিছিল নিয়ে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শ্যাডো পার হয়ে হল পাড়া হয়ে মুহসীন হলের গেইট দিয়ে বের হয়ে টিএসসিতে আসেন শিক্ষার্থীরা। পরবর্তীতে হাইকোর্ট হয়ে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশের মুখোমুখি হলেও কোনো ধরনের সংঘর্ষ হয়নি। বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে বসে আছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আশিক বলেন, ৫৬ শতাংশ কোটা থাকলে মেধাবীদের রিকশা চালানো ছাড়া উপায় থাকবে না। সরকার তাহলে আমাদেরকে রিকশা কিনে দিক নয়তো কোটা সংস্কার করা হোক। কোটা সংস্কার না করে আমরা হলে ফিরবো না। আমাদের এই আন্দোলন চলবে।
আরেক শিক্ষার্থী হাবিব বলেন, কোটার মত একটি চরম বৈষম্য আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে পুনরায়। এই বৈষম্য আমাদের পুর্ব পুরুষরাও মানেনি আমরাও মারবো না। স্বাধীন দেশে বৈষম্যের শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বৈষম্যের শিকারই যদি হবো তাহলে তাহলে যারা আজ বৈষম্য তৈরি করছে তাদের পিতারাই কেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল। এই বৈষম্য আমরা মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্যের বিরুদ্ধে আগেও লড়েছে এখনও লড়বে।
প্রসঙ্গত, ২০১৮ সালে তীব্র আন্দোলনের মুখে পড়ে কোটা বাতিল করে সরকার। পরবর্তীতে এবছর জুন মাসে হাইকোর্ট কোটা পুনর্বহাল করে রায় দিলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। সরকারের আপিলে কোটা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) আবার রায় দিবেন আপিল বিভাগ।