১৯ মে ২০২৪, ১১:৩৪
ঢাবিতে আসামের বাংলা ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ, শহীদ মিনারে শ্রদ্ধা
আসামের বাংলা ভাষা শহীদ দিবস উদযাপন কমিটি ও ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য। আজ রোববার (১৯ মে) ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। তার নেতৃত্বে আসামের বাংলা ভাষা শহীদ দিবস উদযাপন কমিটি ও ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
আরো পড়ুন: প্রথম এআই অলিম্পিয়াডে জাতীয় ক্যাম্পে ডাক পেলেন ১০ শিক্ষার্থী
এ সময় কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান তারা। উল্লেখ্য, প্রতি বছর ১৯ মে আসামের বাংলা ভাষা শহীদদের স্মরণে শহীদ দিবস উদযাপন করা হয়।