১৮ মে ২০২৪, ২১:১২

রাবির হলের অনাবাসিক শিক্ষার্থীদের সিট ছাড়তে আল্টিমেটাম প্রশাসনের

শহীদ জিয়াউর রহমান হল  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে অবৈধভাবে অবস্থানরত ও অনাবাসিক শিক্ষার্থীদের সাতদিনের মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন। বৃহস্পতিবার (১৬ মে) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শহীদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ মনে করে যে, এই হলে কোনো অনাবাসিক ও বহিরাগত ছাত্রের অবস্থান নেই। যদি কোনো কক্ষে অনাবাসিক ও বহিরাগত ছাত্র অবৈধভাবে অবস্থান করে, তবে তাদের আগামী ২২ মের মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো। অন্যথা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অতীব জরুরি। সুতরাং এ ব্যাপারে সকল আবাসিক ছাত্রদের সহযোগিতা কামনা করছি।

হল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান হলের সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, হল প্রশাসনের এমন সিদ্ধান্ত আসলেই প্রশংসনীয়। অবৈধ শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে যারা এই হলের আবাসিক শিক্ষার্থী তাদের হলে তুলে দেওয়া হবে। 

জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মাহির আলম বলেন, ‘আমাদের প্রভোস্ট নতুন এসেই উদ্যোমের সাথে কাজ শুরু করেছেন। আমাদের হলে অনেক শিক্ষার্থী আছে যাদের আবাসিক কার্ড আছে, কিন্তু হলে উঠতে পারছে না। তাদের রুমগুলোতে অবৈধভাবে কেউ থাকছেন। হল প্রশাসনের এমন উদ্যোগকে আশা করছি সবাই সহযোগিতা করবে।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মো. নাসিরুদ্দিন বলেন, ‘এই হলের অনেক আবাসিক শিক্ষার্থী আছে, যারা তাদের বরাদ্দপ্রাপ্ত সিটে উঠতে পারছে না। তাদের সিটে অবৈধভাবে অবস্থান করছেন অন্য কোনো শিক্ষার্থী। অনাবাসিক কোনো শিক্ষার্থী এ হলে অবস্থান করতে পারবে না। অনাবাসিক শিক্ষার্থীদের নামিয়ে তাদের স্থলে আবাসিক শিক্ষার্থীদের হলে তুলে দেওয়ার জন্য আমাদের এ প্রচেষ্টা। আমি আশা করছি আমার এ প্রচেষ্টায় শহিদ জিয়াউর রহমান হলের সকল আবাসিক শিক্ষার্থী আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবে।’