উৎসবমুখর পরিবেশে চলছে চবি শিক্ষক সমিতির ভোটগ্রহণ
উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (চবিশিস) কার্যনির্বাহী পরিষদ -২০২৪ এর ভোটগ্রহণ। এবারও নির্বাচন বর্জন করেছে বিএনপি-জামায়াতপন্থি সাদা দলের প্রার্থীরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয় যা শেষ হবে বেলা দেড়টায়। নির্বাচনের পর ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নির্বাচনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন হলুদ দলের দুই পক্ষের ২২ জন প্রার্থী। তাঁরা হলেন, সভাপতি পদে ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।
এছাড়া সহ-সভাপতি পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ পদে আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল, সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক এবং যুগ্ম-সম্পাদক পদে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কুদ্দুস লাবলু ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
এছাড়া ৬ সদস্য পদের বিপরীতে লড়ছেন ১২ জন প্রার্থী। তারা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেষ বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দীন, দর্শন বিভাগের অধ্যাপক এফ এম এনায়েত হোসেন, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস, এম. মনিরুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক পারভীন সুলতানা, আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ নুর হোসাইন, আইন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নবী এবং চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক সুফিয়া বেগম।
মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না এবং গত ১৫ বছরে দলীয় ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে ভারসাম্যহীন অবস্থা দাঁড় করানো হয়েছে যা ভোটের সুষ্ঠু পরিবেশকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে মনে করেন বিএনপি-জামাতপন্থী সাদা দলের আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান।
ভোটগ্রহণ সম্পর্কে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, সকাল থেকে সুন্দরভাবে ভোট কাস্টিং হচ্ছে। সবাই আনন্দের সাথে ভোট দিচ্ছে। ভোটগ্রহণ শেষ হলে আমরা ফলাফল ঘোষণা করবো। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আশাকরি কোনো প্রকার সমস্যা ছাড়াই আমরা ভোটগ্রহণ শেষ করতে পারবো।