ঢাবি উপাচার্যের নাম ব্যবহার করে ফেইক মেইল অ্যাকাউন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নাম এবং ছবি ব্যবহার করে ফেইক মেইল অ্যাকাউন্ট খুলেছে অজ্ঞাত এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে উপাচার্য লিখেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঘোষণা। কেউ আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেছে। প্রতারক গুগল চ্যাট আমন্ত্রণ পাঠাচ্ছে এবং আমার নাম ব্যবহার করে জাল বার্তা পাঠাচ্ছে।
কথোপকথনের কিছু স্ক্রিনশট
তিনি আরো জানান, আমি যে ই-মেইল ঠিকানাটি ব্যবহার করি তা হল maksudkamal@du.ac.bd। তাই অনুগ্রহ করে অনুগ্রহ করে এই ধরনের কোনো আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে অন্তর্নিহিত ই-মেইল ঠিকানাটি দেখুন। আপনার পরিচিতদের মধ্যে খবর ছড়িয়ে দিন. আপনার সচেতনতার জন্য আমি এরকম একটি জাল কথোপকথনের একটি স্ক্রিনশট সংযুক্ত করছি।