তাপদাহে চবির ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে যা জানা গেল
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১০:১৪ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১০:৪০ PM
তীব্র তাপদাহে দুর্বিষহ জনজীবন। তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। এ অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে সমন্বয় করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমেদ বলেন, তাপদাহে বিশ্ববিদ্যালয় বন্ধ করার বিষয়ে এখনো পর্যন্ত কোন আলোচনা হয়নি। পরে যদি কোন আলোচনা সভার আয়োজন করা হয় এবং বিশ্ববিদ্যালয় বন্ধের সিন্ধান্ত আসে, তাহলে আপনাদেরকে জানানো হবে।
এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন, সিন্ডিকেট সদস্যরা যদি বিশ্ববিদ্যালয় বন্ধের প্রস্তাব অথবা কোন নির্দেশনা দেন, তাহলে সম্মিলিত মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।