আইসিইউ ছেড়ে না ফেরার দেশে ঢাবির সাবেক ছাত্র আইয়ুব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আইয়ুব আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি থাকার পর শুক্রবার (২৯ মার্চ) মৃত্যুবরণ করেছেন তিনি।
আইয়ুব আলীর একাধিক সহপাঠী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর আগে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন বলে জানিয়েছেন তারা।
জানা যায়, আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছিলেন মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী।
তার সহপাঠী তৌহিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইয়ুব আলী আগে থেকেই অসুস্থ ছিলেন। আজকে জানতে পারলাম তিনি মারা গেছেন।
আরেক সহপাঠীয় উজ্জ্বল হোসেন জানান, আগে থেকে কিছুটা অসুস্থতা ছিল আইয়ুব। আজ সকালে জানতে পারলাম সেই অসুখটাই ওকে মৃত্যুপুরীতে নিয়ে গেছে। ওর ফুসফুসে সমস্যা ছিল, মূলত ছোটবেলায় ভুল ট্রিটমেন্টের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে আর সুস্থ হতে পারেনি। লাস্ট কয়েকদিন সংক্রমণ খুব বেড়ে গিয়েছিল। কয়েকদিন আইসিইউতে ছিল। তারপর আর শেষ রক্ষা হলো না।