ঢাবির ফারসি বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ মার্চ) বিভাগের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠান হয়।
এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ, অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দিন মিয়া, অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজী, মানারাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান ইরানি কালচারাল কাউন্সিলর সাইয়িদ রেজা মীর মোহাম্মদী, সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী, প্রভাষক তানজিনা বিনতে নূর ও বাদল মিয়া উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাব্বি হাসান বলেন, বিভাগের এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগের কারণে শিক্ষক এবং শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। আগামীতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে আমাদের প্রত্যাশা।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ বলেন, আমরা বিভাগের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে ইফতার করতে চেয়েছি এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদের এ উদ্যোগ অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বার্তা দেবে।