ঢাবিতে অধ্যাপক জিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুর পৌনে দুইটায় ঢাবির কেন্দ্রীয় মসজিদের ভেতরে জোহরের নামাজের পর এই জানাজা সম্পন্ন করা হয়।
জানাজা শুরুর পূর্বে তার জন্য দোয়া চান তার ভাই। তিনি বলেন, মিরপুর তার বাসভবনের পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজের পরে আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এসময় তিনি তার ভাইয়ের হয়ে সবার কাছে দোয়া এবং ভূল ত্রুটির ক্ষমা প্রার্থনা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, অধ্যাপক জিয়া রহমান নিরহংকার ও হাস্যজ্বল মানুষ ছিলেন। সব সময় বিভিন্ন সমস্যার সহজ সমাধান আমাদের সামনে উপস্থিত করতেন। এরকম একজন মানুষের চলে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি অপুরণীয় ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ‘অপরাধ বিজ্ঞান শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক জিয়া স্মরণীয় থাকবেন’
তিনি বলেন, তার এই প্রস্থানে আমরা তার জন্য দোয়া করবো। অনত্র এই যাত্রায় তিনি যেন ভালো থাকেন। পাশাপাশি তার পরিবারের সকলের জন্য আমরা দোয়া করবো তারা যে ভালো থাকেন।