চবিতে ৭০০ শিক্ষার্থীর একযোগে ইফতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ৫টি ব্যাচের একযোগে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এলাকায় এই ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চলমান ৫৩, ৫৪, ৫৫, ৫৭ ও ৫৮তম ব্যাচের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইফতার কর্মসূচিতে অংশ নেওয়া ৫৭তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চবির ঐতিহ্য কে ধারণ করে প্রতিবছর ন্যায় এবারও ব্যাচভিত্তিক ইফতার মাহফিল আয়োজন করা হয়। কিন্তু এবার ৫ টি ব্যাচের ইফতার মাহফিল একই দিনে একই স্থানে অনুষ্ঠিত হয়।এতে সিনিয়র জুনিয়রদের ভ্রাতৃত্বের বন্ধনে মিলনমেলায় পরিণত হয়, আর এমন ভ্রাতৃত্বের বন্ধন শুধু চবি ক্যাম্পাসেই সম্ভব। ইনশাআল্লাহ এমন ইফতার মাহফিল প্রতিবছর আয়োজন করার চেষ্টা করবো।
একই ব্যাচের আরেক শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, এটি একটি অসাধারণ আয়োজন ছিল। বিশ্ববিদ্যালয়ের সবাই এক সাথে ইফতার করার সুযোগ হলো। আমাদের সবার ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে এতো বড় আয়োজন সম্ভব হয়েছে। এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক এই প্রত্যাশা করি।