১৪ মার্চ ২০২৪, ১৪:২৮

চবি অধ্যাপককে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

চবি অধ্যাপককে হেনস্তা, প্রতিবাদে মানববন্ধন শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পালি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নিরোধানন্দ ভিক্ষুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন অফিসার সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, পালি বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদ।

এ সময় পার্থ প্রতিম বড়ুয়া বলেন, আজ আমরা মর্মাহত। একুশে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তির সঙ্গে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই ঘটনায় জড়িতদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে আরও বক্তব্য দেন চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদ, সেকশন অফিসার নিবারণ বড়ুয়া, সাবেক সহসভাপতি মনিরুল ইসলাম রাশেল, আবরার শাহরিয়ার ও মিজান শেখ। সাবেক উপমানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এস এম কাইসার, বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নবোদয় চাকমা ও সহসাধারণ সম্পাদক সৌরজিত বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ মার্চ নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জিনবোধি ভিক্ষুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর একুশে পদক পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এই অধ্যাপক।