১৩ মার্চ ২০২৪, ২৩:১৯

আমাদের উদ্দেশ্য নাবিকদের মুক্ত করা, কীভাবে করবো সেটা গোপনীয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ   © টিডিসি ফটো

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমাদের উদ্দেশ্য নাবিকদের মুক্ত করা। তবে কীভাবে করব, তা জনসম্মুখে বলার বিষয় নয়। বুধবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে বাংলাদেশের ২৩ নাবিকসহ একটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। পরে জাহাজটিকে সোমালিয়ান উপকূলে নিয়ে যায় দস্যুরা। জিম্মি নাবিকদের অনেকেই ইতিমধ্যে বাঁচার আকুতি জানিয়ে অডিও বার্তা দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ইতিমধ্যে রিপোর্টিং সেন্টার ইন কুয়ালালামপুর, ইন্ডিয়ান ফিউশন সেন্টার ইন নিউ দিল্লি, সিঙ্গাপুর,  ইউএসএ, ইউকে, চায়নাসহ সকল এরিয়ার নেভাল শিপে আমরা রিপোর্ট করেছি। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত। আমরা গোয়েন্দা সংস্থাকেও বিষয়টি জানিয়েছি। এটি মন্ত্রীসভাতেও অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। জিম্মিদের মুক্তি দিতে দস্যুরা বড় অঙ্কের টাকা মুক্তিপণ চেয়েছে।

অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশিপের সভাপতি নাসিম ফেরদৌস এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক তানিয়া হক ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক বিনায়ক সেন। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।