জাবি ভর্তি পরীক্ষায় চালু হচ্ছে ফল পুন:নিরীক্ষণ পদ্ধতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবিতে) ভর্তি পরীক্ষায় ফল পুন:নিরীক্ষণ পদ্ধতি চালু করার ব্যাপারে ভাবছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৪ মার্চ) বিকেলে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের আংশিক সংশোধিত ফল প্রকাশ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় বিষয়টি জানিয়েছেন। ‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক বশির আহমেদ।
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, আমরা প্রথবারের মত মেধাক্রমের পাশাপাশি বিষয়ভিত্তিক ফলাফলও প্রকাশ করেছি। আমরা আমাদের জায়গায় স্বচ্ছতা আরও বৃদ্ধি করতে চাই। সেজন্য ইতোমধ্যে ফলাফল পুন:নিরীক্ষণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটি সামনে একটি সভায় চূড়ান্ত হবে। আমরা একটি ফি প্রদান সাপেক্ষে ভর্তি পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের সুযোগের বিষয়ে ভাবছি।
এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, আগামী ৭ তারিখ ভর্তি পরিচালনা কমিটির মিটিংয়ে বিষয়টি আলোচনা হবে। এছাড়াও আজকে ডিনগণের সাথে একটি অনানুষ্ঠানিক আলোচনায় ভর্তিচ্ছুরা ফলাফল পুন:নিরীক্ষণ করতে চাইলে তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে বলেছেন।
গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।