০৪ মার্চ ২০২৪, ০৯:২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘ইনোভেশন ফেয়ার’ আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো আজ সোমবার (৪ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনোভেশন ফেয়ার’। সকাল ১০টায় এর উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ আয়োজন হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ইনোভেশন ফেয়ার’ হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে সোমবার সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
আরো পড়ুন: চারদিন বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।