মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫
রাজধানী ঢাকার শনির আখড়ায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা্বি) গণিত বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ইমন, মাইনুল, জাহিদ হাসান, সৈকত হোসেন ও সাইমুন ইসলাম। তারা প্রত্যেকেই গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের কাউকে এখনো শনাক্ত করা যায়নি।
গণিত বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের সুবর্ণগ্রামে ট্যুরে গিয়েছিল গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ট্যুরে মোট আটটি বাস ছিল। ফেরার পথে শেষ বাসে জানালার পাশ থেকে একজন ছাত্রীর ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারী।
এ ঘটনায় শিক্ষার্থীরা বাস থামায় এবং ছিনতাইয়ে সংশ্লিষ্ট কয়েকজনকে ধরে ফেলে। এ সময় উপস্থিতদের সঙ্গে বাকবিতণ্ডায় মারধরের ঘটনা ঘটে। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করা হয়েছে বলে জানান অধ্যাপক শহিদুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।