২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৭

চবি দিনাজপুর জেলা ছাত্র বন্ধনের নেতৃত্বে পলাশ-মুহিব

চবি দিনাজপুর জেলা ছাত্র বন্ধনের নেতৃত্বে পলাশ-মুহিব  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “দিনাজপুর জেলা ছাত্র বন্ধন” এর ২০২৩-২৪ কার্যবর্ষের ১৬৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ফাহিম আহম্মেদ পলাশ কে সভাপতি এবং এস এম রিদোয়ান মুহিব কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর চত্বরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনটির শিক্ষক উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক গোলাম সারওয়ার স্বাক্ষরিত আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো.ফাহিম আহম্মেদ পলাশ বলেন, প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি, সংগঠনটির উপদেষ্টা পরিষদকে—যারা আমাকে যোগ্য মনে করে দায়িত্ব অর্পণ করেছেন। আগামীতে সকলের সহযোগিতা এবং পরামর্শ নিয়ে দিনাজপুর জেলা ছাত্র বন্ধনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পাওয়া এসএম রিদোয়ান মুহিব বলেন, দিনাজপুর জেলা ছাত্র বন্ধন কে অসংখ্য ধন্যবাদ আমার ওপর দায়িত্ব দেওয়ার জন্য। তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার সকল শিক্ষার্থীদের একটি প্লাটফর্মে নিয়ে এসে সংগঠনকে শিক্ষার্থীদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের থাকা—খাওয়া সহ সার্বিক সহযোগিতার পাশাপাশি ভর্তি পরবর্তী সময়ে আবাসনের ব্যবস্থাসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের কল্যাণে ও যাবতীয় সমস্যা সমাধানে দীর্ঘদিন যাবত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে সংগঠনটি।