২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮

ঢাবি ভর্তি: কেন্দ্র চিনতে দৌড়-ঝাঁপ ভর্তিচ্ছুদের, ভরসা শিক্ষার্থীরা

কেন্দ্র চিনতে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

সকাল থেকে ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও আশেপাশের কেন্দ্রগুলোর পাশেই অভিভাবকদের সাথে অবস্থান করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কেন্দ্র চিনতে তাদের সংযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

সকাল থেকে ক্যাম্পাসে এসে ছুটোছুটি করতে দেখা গেছে শিক্ষার্থী অভিভাবকদের। কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদের  আশে পাশে, মল চত্বর, দোয়েল চত্বর, কার্জন ঘুরে দেখা যায় অভিভাবকেরা তাদের সন্তানসহ ছুটে চলেছেন।

তবে পরীক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে দাঁড়িয়েছে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মী, বিভিন্ন জেলা সংগঠন, এবং বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে আছে রোভার, বিএনসিসি সদস্যরা। অভিভাবক-শিক্ষার্থী তাদের থেকে কেন্দ্রের অবস্থান জেনে ছুটছে কেন্দ্রের দিকে।

সকাল থেকেই শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের কেন্দ্র বলে দেওয়া থেকে শুরু করে পৌঁছে দিচ্ছে কেন্দ্র পর্যন্ত। এখনও পর্যন্ত কেউ কেন্দ্র খুঁজে পাচ্ছে না এমনটা শোনা যায়নি। ছাত্রলীগ নেতাকর্মীদেরকে বাইকে করে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে। 

তবে সন্তান নিয়ে অভিভাবকদের ছুটাছুটি সবচেয়ে বেশি নজরে এসেছে। সন্তানকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে অভিভাবকরা তাদের সর্বোচ্চ প্রয়াসটুকু চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত।