একুশের চেতনাকে আমাদের অন্তরে ধারণ করতে হবে : চবি উপাচার্য
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, 'একুশের চেতনাকে আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করতে হবে।' বুধবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্যসহ অন্যরা।
মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন,"একুশ বাঙালি জাতির জাগরণের নাম। একুশের চেতনাকে আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করতে হবে। বাংলা আমাদের অহংকার, আমাদের গর্ব। আজ ভাষার জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদের প্রাণভরে স্মরণ করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জেলা এসোসিয়েশন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।