২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭

ঢাবি সিএসই বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক

অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। আগামী ৩ বছর এই পদে বহাল থাকবেন তিনি। মঙ্গলবার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন মো. তারিকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অভ্যার্থনা জানান। 

এর আগে ঢাবি সিএসই বিভাগের অধ্যাপক থাকাকালীন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞানের এই অধ্যাপক।

শিক্ষাজীবনে ড. আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেক্ট্রনিক্স বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি কম্পিউজটার বিজঞান ও প্রকৌশল বিভাগের গ্রিন নেটওয়ার্কিং রিচার্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করছেন। তাঁর সুপারবিশনে ইতোমধ্যে ৫ জন ছাত্র-ছাত্রী পিএইচডি একুশ জন মাস্টার্স ডিগ্রী ও শতাধিক আন্ডারগ্রাজুয়েট রিচার্স থিসিস/প্রজেক্ট সম্পন্ন করেছেন।

২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. মো. রাজ্জাক। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার কিয়ং হি ইউনিভার্সিটিতে পিএইচডি করেন ২০০৯ সালে। সেখানেই ২০০৯-২০১১ পর্যন্ত রিচার্স প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের স্টেটফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন ড. মো. আব্দুর রাজ্জাক। দেশ ও দেশের বাইরের খ্যাতিমান জার্নালে ১৮০টির উচ্চমানের গবেষণা প্রবন্ধ রয়েছে তাঁর। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান যুগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের। তাছাড়া দেশের উচ্চশিক্ষায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির ক্রমেই বাড়ছে। স্বভাবতই এই বিভাগের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার, বৃহৎ অর্থে বলতে গেলে গোটা জাতির এক ধরনের চাওয়া থাকে। আগামী তিন বছর যথাসাধ্য সেটি পূরণ করার চেষ্টা করব। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সকলের সহযোগিতায় শিক্ষা ও গবেষণার মান্ন উন্নয়ন এবং শিক্ষাতীদের সফট স্কিল বৃদ্ধিতে বিশেষ মনোনিবেশ এবং বর্তমান সফলতা ধারা উত্তোরত্তর এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের একটি বিভাগ হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। শুরুতে মাস্টার্স ডিগ্রী এবং পরে তিন বছর মেয়াদী বিএসসি অনার্স কোর্স চালু হয়; যা পরবর্তীতে চার বছরে উন্নীত হয়। বর্তমানে অনার্স-মাস্টার্স ছাড়াও বিভাগটিতে গবেষণামূলক এমফিল এবং পিএইচডি পর্যায়ে পাঠদানের ব্যবস্থা চালু রয়েছে। এছাড়াও ২০২৩ সালের জুলাই মাস থেকে দুই বছর মেয়াদী প্রফেশনাল মাস্টার্স ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রাম চালু করা হয়েছে।