ঢাবির ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স, জিপিএ ২.৫ হলেই আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি।
আবেদনের যোগ্যতা
ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানে সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ২ দশমিক ৫ থাকতে হবে। অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
আবেদন ফি
ফি ১০০০ টাকা।
ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা ২ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হবে।
ফলাফল
পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ মার্চ।
আরও পড়ুন: ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
আবেদন গ্রহণের স্থান ও তারিখ
ইন্টারন্যাশনালস রিলেশনস বিভাগ থেকে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।
আবেদন যেভাবে
বিস্তারিত তথ্য এবং আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।