২৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৯

‘শীতার্তদের জন্য গান’ থেকে পাওয়া অর্থে কম্বল বিতরণ ঢাবি ব্যান্ড সোসাইটির

শীতবস্ত্র বিতরণ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (ডিইউবিএস) এর পক্ষ থেকে ‘শীতার্তদের জন্য গান’ থেকে প্রাপ্ত অর্থে কম্বল কিনে বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৮ জানুয়ারি) নীলফামারী জেলার প্রত্যন্ত উপজেলা ডিমলার আকাশকুড়ি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

গত ১৬ জানুয়ারি টিএসসিতে ‘শীতার্তদের জন্য গান’ কনসার্টটি আয়োজন করেছিল ডিইউবিএস। ব্যবহৃত-অব্যবহৃত শীতবস্ত্র দিয়ে কিংবা আর্থিক সহায়তা প্রদান করে হিম ঠান্ডা এই শীতে ফুটপাতে শুয়ে কাঁপতে থাকা মানুষগুলোর গায়ে উষ্ণতা পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির পাশে দাঁড়ায়। সেই ছড়িয়ে দেয়া উষ্ণতা এবার শহরের গণ্ডি পেরিয়ে গেছে নীলফামারীর ডিমলা উপজেলায়। 

এ ব্যাপারে ডিইউবিএস’র সভাপতি ইনজামাম উল কবির সাকলাইন বলেন, নীলফামারীর ডিমলার মত স্থানে যখন কেও সাহায্য নিয়ে পৌঁছায়নি তখন আমরা ডিইউবিএস’র সাহায্য সেখানে পৌঁছে দিয়েছি। তাই আমি মানবিক দিক থেকে খুবই গর্ব বোধ করছি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি আয়োজিত ‘শীতার্তদের জন্য গান’ এর প্রাপ্তি শীত বস্ত্র, অর্থ পৌঁছে দিতে সাহায্য করেছেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক।