রাবি অধ্যাপক ময়েজুল ইসলাম আর নেই

অধ্যাপক ড. মো. ময়েজুল ইসলাম
অধ্যাপক ড. মো. ময়েজুল ইসলাম  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. ময়েজুল ইসলাম মারা গেছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আনুমানিক রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে দুই পুত্র, এক কন্যা ও তাঁর স্ত্রীকে রেখে গেছেন।

আগামীকাল সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর  জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ময়েজুল ইসলাম ১৯৮৫ সালে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।  পরবর্তীতে তিনি প্রফেসর পদে উন্নীত হন। তিনি ইতিহাস বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। 

অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর। ইতিহাস শিক্ষা ও গবেষণায় অধ্যাপকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁরা। 


সর্বশেষ সংবাদ