২৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৫

রাবির চূড়ান্ত ভর্তি আবেদন শুরু দুপুরে, যোগ্যদের তথ্য এসএমএসে

রাবির ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হচ্ছে আজ শুক্রবার (২৬ জানুয়ারি)। দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। এর আগে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। এসএমএসের মাধ্যমে প্রার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে প্রাথমিক আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের দেওয়া তথ্য মতে, ভর্তি পরীক্ষার জন্য তিন ইউনিটে (এ, বি, সি) প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০টি।

এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন ১ লাখ ৩০ হাজার, ‘বি’ তথা বাণিজ্য ইউনিটে ৮৮ হাজার ৩০০টি ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ৩৮ হাজার ২০০টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক আবেদন শেষে জিপিএর ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

চূড়ান্ত আবেদন শেষে ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি 'বি' ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা এবং 'এ' ইউনিট (মানবিক) ও 'সি' ইউনিটের ফি ১৩২০ টাকা।

আরও পড়ুন: নতুন শিক্ষার্থী ভর্তিতে ফের নিষেধাজ্ঞার মুখে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি!

এবারের ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। চার শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবেন।