সশরীরে প্রথম বর্ষের ক্লাস শুরুর দাবিতে জাবিতে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (৫২তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কয়েকটি ছাত্রসংগঠনে নেতাকর্মীরা। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে প্রথমে মানববন্ধন করেন তাঁরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত নবনির্মিত আবাসিক হলগুলো খুলে দিয়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আসন নিশ্চিত করার দাবি জানান। সেইসঙ্গে তাঁরা ৫২তম ব্যাচের (অনলাইনে কার্যক্রম চলমান) সশরীরে ক্লাস শুরু করে ৫৩তম ব্যাচের ভর্তি পরীক্ষা শুরু করার দাবি জানান।
আরও পড়ুন: অনলাইনে নয়, সশরীরে নবীন শিক্ষার্থীদের ক্লাস কবে জানাল প্রশাসন
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের কোষাধ্যক্ষ ওমর স্বাধীন বলেন, দায়িত্ব নেওয়ার সময় উপাচার্য আশ্বস্ত করেছিলেন, বিশ্ববিদ্যালয়কে আবাসিক রূপ দেবেন। গত ২২ নভেম্বর হল খোলার আশ্বাসও দিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৩ সাল পার হলেও হল চালু করতে পারেননি। যার কারণে ৫২তম ব্যাচকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। নবীন শিক্ষার্থীদের নিয়ে প্রশাসন তামাশা শুরু করেছে।
বিপ্লবী ছাত্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোমা ডুমুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে আবাসন নিশ্চিত করতে পারেনি প্রশাসন। এখনো প্রথম বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছেন আর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গণরুমে রয়েছেন। এর মধ্যে ৫৩তম ব্যাচের ভর্তি পরীক্ষা শুরু করা বিলাসিতা। টালবাহানা বন্ধ করে দ্রুত হলগুলো চালু করতে প্রশাসনকে তাগিদ দেন তিনি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজীব আহমেদ বলেন, ৫২তম ব্যাচের অনেক আগে ভর্তি পরীক্ষা হয়েছে। ভর্তি পরীক্ষার দীর্ঘদিন পর তাঁরা ক্লাস শুরু করেছেন, তা–ও আবার অনলাইনে। ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা অত্যন্ত বিরক্ত অনলাইনে ক্লাস করে। তাঁরা অনলাইন ক্লাস বর্জন করেছেন। সশরীর ক্লাস নেওয়ার দাবিতে আজ তাঁরা একত্র হয়েছেন। নতুন ব্যাচের ভর্তি পরীক্ষার আগেই অফলাইনে ক্লাস শুরু করতে হবে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, আমরা ৫২ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশান এবং হল এলটমেন্ট জানুয়ারি মাসের মধ্যেই দিয়ে দিব। যেহেতু নির্বাচন শেষ, আমরা আগামী সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত একটি মিটিংয়ে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে এ মাসের মধ্যেই আমরা তাদের ক্যাম্পাসে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।
প্রসঙ্গত, গত বছরের ১৮ থেকে ২২ জুন জাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৫ মাস পর সবার পরে শুরু করেও সশরীরে ক্লাস নিতে পারেনি জাবি। বর্তমানে সশরীরে নবীনদের ক্লাস শুরুর আগেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।