শিক্ষামন্ত্রীকে ঢাবির আইএলইটি পরিচালকের ফুলেল শুভেচ্ছা
নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের (আইএলইটি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। আজ শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর মন্ত্রীর বাসায় এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরে অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় মহিবুল হাসান চৌধুরীকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষা পরিবার তারুণ্যদ্বীপ্ত একজন মন্ত্রী পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করছি তার যোগ্য ও দক্ষ নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক রূপান্তর ঘটবে।
আরও পড়ুন: নতুন কারিকুলাম ও মূল্যায়নে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী
এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মহিবুল হাসান চৌধুরী পদোন্নতি পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান। গতবারের মন্ত্রিসভায় তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন মহিবুল হাসান চৌধুরী।