১০ জানুয়ারি ২০২৪, ১৬:১৩

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ দেশে

শেখ আবিরের লাশ অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে  © টিডিসি ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেনের লাশ দেশে ফিরেছে। আজ বুধবার দুপুরে বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ পৌঁছায়।

বিমানবন্দরে তার পরিবারের সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ আবিরের বিশ্ববিদ্যালয়ের বন্ধু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম পাটোয়ারী।  

শেখ আবিরের জানাজা আজ বুধবার বাদ এশা তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামে অনুষ্ঠিত হবে। 

জানতে চাইলে শেখ আবিরের বন্ধু সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম পাটোয়ারী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শেখ আবির বন্ধুমহলে অনেক প্রিয় ছিলেন। সবার সাথে সে মিশে চলত। তাকে হারিয়ে আমরা অনেক শোকাহত। আজ বাদ এশা তার গ্রামের বাড়িতে দাফন হবে। সবাই আবিরের জন্য দোয়া করবেন। তার স্ত্রী-সন্তানের জন্য দোয়া করবেন। 

এদিকে মৃত্যুর পর গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। কিয়ান্ডার রবিনসন (১৯) নামের কৃষ্ণাঙ্গ ওই তরুণকে গ্রেপ্তারের পর এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক ব্যক্তিকে এখনো খুঁজছে পুলিশ।

বিউমন্ট পুলিশ বিভাগের কর্মকর্তা হেলি মরো সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে সিসি ক্যামেরায় দেখা গেছে, শুধু সিগারেট চুরি করতে গিয়ে আবিরকে গুলি করে হত্যা করা হয়।

নিহত আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের লামার ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে পড়াশোনার পাশাপাশি গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন। শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের কফিশফে আততায়ীর গুলিতে নিহত হন।