০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪২

চাইলেই ঢাবি ও রাবিতে দেওয়া যাবে না চবির ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবার নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে চাইলেই এ দুই বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। সীমিত সংখ্যক শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা কেন্দ্র নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার তিনটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহ হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী ক্যাম্পাসসমূহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন সংখ্যা সীমিত।

আরও বলা হয়েছে, যিনি আগে আবেদন সম্পন্ন করবেন, তার পছন্দক্রম অনুসারে আসন খালি থাকা সাপেক্ষে তার কেন্দ্র আগে নির্ধারণ করা হবে। অর্থাৎ FIRST COME FIRST SERVE পদ্ধতি প্রয়োগ করা হবে।

আরো পড়ুন: চবির ভর্তি পরীক্ষা: দু’দিনে কত আবেদন পড়ল

এবার মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, মুক্তিযোদ্ধার নাতি/নাতনি, চবিতে চাকরিরতদের সন্তান, উপজাতি (নৃ-গোষ্ঠী), অ-উপজাতি, বিকেএসপি থেকে উত্তীর্ণ, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দৃষ্টি/বাক/শ্রবণ প্রতিবন্ধী, পেশাদার খেলোয়াড় ও দলিত জনগোষ্ঠী চবিতে ভর্তির কোটা পাবে। ভর্তি নির্দেশিকায় এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শুরু হয় আবেদন, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদনপত্র সংশোধন করা যাবে।