ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একচেটিয়া নৌকায় সিল ছাত্রলীগের
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ল্যাবলেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ এবং কার্জন হল। বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে বিভিন্ন গ্রুপে এসে একের পর এক নৌকার ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। নৌকায় সিল মারার একটা ভিডিও সাংবাদিকদের হাতে এসেছে।
ভোট গ্রহণের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে জোর করে ঢুকে ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরেছে ছাত্রলীগ।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আজ রোববার বেলা সোয়া তিনটায় এই সিল মারার ঘটনা ঘটেছে। কার্জন হল কেন্দ্রে এভাবে সিল মারার ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, সোয়া তিনটার দিকে ছাত্রলীগের একদল নেতা-কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে প্রবেশ করেন। প্রথমে তাঁরা ভুয়া পরিচয়ে ভোট দিতে যান। একপর্যায়ে তাঁরা নৌকার পক্ষে গণহারে সিল দেওয়া শুরু করেন। এ সময় উপস্থিত সাংবাদিকেরা তাঁদের পরিচয় জানতে চান। তখন তাঁরা সাংবাদিকদের ভয়ভীতি দেখালে সাংবাদিকরা সরে যান। এরপর ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী কেন্দ্রে ঢুকে পড়েন। তাঁরা নৌকার পক্ষে সিল মারতে থাকেন। এই অবস্থায় আরেক দল সাংবাদিক ওই কেন্দ্রে গেলে তাঁদের দেখে সিল মারা বন্ধ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা দ্রুত সরে যান।
এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম গণমাধ্যমের কাছে অসহায়ত্ব প্রকাশ করেন। এবং কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা - ৮ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী ছিলেন না। নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাছিম ছাড়া বাকি ৯ জন প্রার্থীর স্থানীয়ভাবেও তেমন পরিচিতি নেই। এবার এই আসনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৬৫০ জন। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার ৯৩৮ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ১৮ হাজার ৭১১ জন নারী ভোটার।