নির্বাচন প্রত্যাখান ও হরতালের সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ

নির্বাচন প্রত্যাখান ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ঘোষিত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (৭ ডিসেম্বর) সকালে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রাম নগরীর কাজীরদিঘী সংলগ্ন আসকারদিঘী মোড়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আব্দুল্লাহ আল নোমান বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের তরুণ সমাজসহ সমগ্র দেশবাসী নজিরবিহীনভাবে আজকের ভোট প্রত্যাখান করেছে। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় মিছিলে বিভিন্ন হল ও ফ্যাকাল্টিসহ চবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

বুয়েটের নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা, জেনে নিন জরুরি তথ্য

ঈদে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের পাশে কুবি ছাত্রশিবির

বাংলাদেশ-ভারত সম্পর্ক: জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ প্রেক্ষিত
