০১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫

রাবির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার মানবণ্টন ও শর্ত প্রকাশ, দেখে নিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিটের মানবণ্টন ও শর্তসহ বিস্তারিত নিয়ম প্রকাশ করা হয়েছে। এর আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ৮ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। তবে চূড়ান্ত আবেদন ফি ভিন্ন হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদনকারীদের মধ্যে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইউনিটপ্রতি সর্বোচ্চ ৭২ হাজারসহ কোটার আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তিন ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। চার শিফটে হবে পরীক্ষা।

আরো পড়ুন: রাবির পরীক্ষায় ইউনিটপ্রতি অংশ নিতে পারবেন ৭২ হাজার ভর্তিচ্ছু

শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলি রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) জানা যাবে। বিভিন্ন ইউনিটের শর্তসহ অন্যন্য তথ্য নিচে দেওয়া হলো-