২৫ ডিসেম্বর ২০২৩, ২১:৫৩

৫৫ লাখ টাকার গবেষণা অনুদান পাচ্ছে চবির ১৮ শিক্ষক 

চট্রগাম বিশ্ববিদ্যালয় লোগো  © ফাইল ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের ২০২৩-২৪ অর্থবছরে ৫৪ লাখ ৫০ হাজার টাকার গবেষণা অনুদান পাঁচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের ১৮ শিক্ষক। গবেষণা প্রকল্পের আওতায় এ অনুদান পাচ্ছেন শিক্ষকরা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে 'বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি'র আওতায় ৬৯৬টি বিশেষ গবেষণা প্রকল্প অনুদান দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 

এ অনুদানের আওতায় চবি থেকে নির্বাচিত গবেষকরা হলেন- জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. লুলু মরজান, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি), অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, অধ্যাপক ড. এ.এম. আবু আহমেদ, ড. নাজনীন নাহার ইসলাম, অধ্যাপক আদনান মান্নান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো.শফীকুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহ্হিদা সুমি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তাপস কুমার ভৌমিক, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অহিদুল আলম, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম মোয়াজ্জেম হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফণী ভূষণ বিশ্বাস, ড. মো. মাহবুবুল মতিন, সহযোগী অধ্যাপক মো. আশরাফ উদ্দীন, অধ্যাপক ড. এস.এম আবে কাউছার, অধ্যাপক ড. ফয়সাল ইসলাম চৌধুরি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজাউল আজিম। 

জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম বলেন, গবেষণার জন্য শিক্ষকদের এ অনুদান দেওয়া হয়। এটা বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়। আমি প্রতিবছরই এটা পায়। এটা পেলে গবেষণার জন্য আমাদের সহযোগিতা হয়।

শিক্ষার্থী ও গবেষকদের তিনটি ক্ষেত্রে এই ফেলোশিপ প্রদান করা হয়। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ মোট ৬টি গ্রুপে এই গবেষণা অনুদান দেওয়া হয়ে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে এ অনুদান শুরু হয়।