সঞ্জীব চৌধুরীর ৫৯তম জন্মদিনে উৎসবে মাতবে টিএসসি
কণ্ঠশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ৫৯তম জন্মদিন আজ। এ উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটির সঞ্জীব চত্বরে এক সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। প্রয়াত এই শিল্পীর স্মরণে আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় শুরু হবে ‘সঞ্জীব উৎসব ২০২৩’।
এটি সঞ্জীব উৎসব উদযাপন পরিষদের দ্বাদশ আয়োজন। এতে গাইবেন কণ্ঠশিল্পী লিমন, জয় শাহরিয়ার, সন্ধি, মুয়ীজ মাহফুজ, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, রাজেশ মজুমদার, অর্ঘ্য, শতাব্দী ভব, অং, রাশেদ ও গানের দল ঘুণপোকা।
আয়োজকরা জানান, দেশীয় সংগীতে সঞ্জীব চৌধুরীর সৃষ্টি আলাদা করে জায়গা করে নিয়েছে। ব্যান্ড দলছুট নিয়ে তিনি কথা, সুর, সংগীতের অনন্য এক মেলবন্ধন ঘটিয়েছেন; যা এখনও শ্রোতার মনে অনুরণন তুলে যায়। তাই অকালপ্রয়াত এশিল্পীর স্মরণে প্রতিবছর তাঁর জন্মদিনে উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানার সহযোগিতায় উৎসবের ১২তম আসর বসছে আজ, যা চলবে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে কাজ করেছেন দেশের প্রথম সারির গণমাধ্যমে। এর পাশাপাশি চালিয়ে গেছেন সংগীত ও সাহিত্য চর্চা।
সঞ্জীব চৌধুরী মূলত কথাপ্রধান গান করতেন। তার গানে প্রেম-বিরহের পাশাপাশি নাগরিক জীবনের বঞ্চনা, আক্ষেপ ও প্রতিবাদের ছাপ পাওয়া যেতো। নন্দিত এই শিল্পীই বাপ্পা মজুমদারকে নিয়ে গড়ে তুলেছেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’। তার কণ্ঠে জনপ্রিয় কয়েকটি গান হলো- ‘আমি তোমাকেই বলে দেবো’, ‘গাড়ি চলে না’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ’, ‘আমি ফিরে পেতে চাই’, ‘চোখটা এতো পোড়ায় কেন’, ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’, ‘বায়স্কোপ’ ইত্যাদি।
২০০৭ সালের ১৯ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সঞ্জীব চৌধুরী।