২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩

রাবির ভর্তি পরীক্ষা নিয়ে সভা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সভায় বসেছে কর্তৃপক্ষ। আজ রোববার (২৪ ডিসেম্বর) এ সভা শুরু হয়েছে। এ সভা থেকে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে বেলা ১১টা থেকে সভা চলছে। সভা শেষে ভর্তি সংক্রান্ত বিষয়ে আজ পূর্ণ তথ্য দেবে কর্তৃপক্ষ। দুপুরের মধ্যে এ তথ্য জানা যেতে পারে।

আরো পড়ুন: ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা যাচ্ছে

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা জানায়, আগামী ৫ মার্চ থেকে শুরু হতে পারে ভর্তি পরীক্ষা। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে ৬ ও ৭ মার্চ। আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকবে বলে জানা গেছে।