২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫০

শিল্পচর্চায় ঢাবি চারুকলার ৭৫ বছর

ঢাবি চারুকলা অনুষদ প্রাঙ্গন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে চারুকলা অনুষদ। শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনীসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন চলবে। এ উপলক্ষে চারুকলায় সাজ সাজ রব। প্রতিষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী-দর্শনার্থীর ভিড়ে মুখর।

১৯৪৮ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে ‘গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট’ হিসেবে যাত্রা শুরু করে এ অঞ্চলের শিল্প-চিত্রাঙ্কনের আঁতুড়ঘর চারুকলা। ১৯৬৩ সালে প্রথম শ্রেণির কলেজে উন্নীত হয়ে ‘বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়’ নাম ওঠে অর্জনের ঝুলিতে। পরে এটি হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। বর্তমানে আটটি বিভাগ নিয়ে চারুকলা অনুষদে নান্দনিক শিল্পচর্চার ধারা বয়ে চলেছে। 

প্রতিটি বিভাগ স্বরূপে সেজেছে। চারুকলার প্রবেশপথ পেরিয়ে জয়নুল গ্যালারির ডান পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ইমেরিটাস অধ্যাপক হাশেম খান ও রফিকুন নবীর দুটি শিল্পকর্ম। এ গ্যালারিতে স্থান পেয়েছে শিক্ষকদের আঁকা শিল্পকর্ম। 

বিভিন্ন বইয়ের প্রচ্ছদ, মঙ্গল শোভাযাত্রার পোস্টার ডিজাইন, চারুকলার আঁকা বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের লোগো ডিজাইনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে চারুকলার অবদান প্রদর্শিত হচ্ছে। 

প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।