১৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪৬

মেরিটাইম ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মেরিটাইম ইউনিভার্সিটির শ্রদ্ধা  © মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, "বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবীদের আরো বেশী করে স্মরণ করা প্রয়োজন। কারণ একাত্তর সালে যা ঘটেছিলো তার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর একটা বড় ভূমিকা আছে"। এছাড়া অনুষ্ঠানে তিনি শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের লেখা "সেই জ্যোতিষ্মান মানুষেরা" পড়ে শোনান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। "ইতিহাসের কালো অধ্যায়; শহীদ বুদ্ধিজীবী দিবস" বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মরিয়ম বেগম। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস: আনন্দের পাশেই অশ্রু বিষয়ের উপর বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাডার শেখ ফিরোজ আহমেদ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক -শিক্ষার্থীরা।