১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: রাবি উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, আমাদের সংবিধানে মানবাধিকারের কথা বলে দেওয়া হয়েছে। মানবাধিকার রক্ষার জন্য গণতন্ত্র অপরিহার্য। নির্বাচন অপরিহার্য। সংবিধানকে অস্বীকার করার উপায় নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মানবাধিকার : বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাবি উপাচার্য বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গণতন্ত্রের প্রধান লক্ষণ হল মানবাধিকার। মানবাধিকার ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। এর মাধ্যমে মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। 

তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের দ্বারা আমাদের গণতন্ত্র ভূলুণ্ঠিত হচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পরও আমরা গণতন্ত্র অর্জন করতে পারছি না। বঙ্গবন্ধু যখন দেশকে নিয়ে ঘুরে দাঁড়াচ্ছিলেন, তখন তাকে হত্যা করা হয়। মানবতা তখন কেথায় ছিল? আজ এদেশের জনগণ জানে তারাই ক্ষমতার উৎস।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর ড. মো. আসাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে অধ্যাপক গোলাম সাব্বির বলেন, জ্বালাও-পোড়াও এবং হরতাল-অবরোধ কখনো মানবাধিকার হতে পারে না। মানবাধিকার মনের বিষয়, হৃদয়ের বিষয়। বাংলাদেশই একমাত্র দেশ, যার জন্মের সময় তার বিরোধীরা সক্রিয় ছিল। তারা এখনো সক্রিয়। তাদের দ্বারাই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।