মধুর ক্যান্টিনে খাবারের মূল্য পর্যবেক্ষণে কমিটি গঠন ঢাবি প্রশাসনের

মধুর ক্যান্টিন
মধুর ক্যান্টিন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে খাবারের মূল্য পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ক্যান্টিনের কর্মচারীদের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ উঠায় তাদেরকেও সতর্ক করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে আমরা সভা করেছি এবং একটা ছোট কমিটি গঠন করে দিয়েছি। গতকাল (বৃহস্পতিবার) এ কমিটির মনিটরিংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া ভালো ছিল না বলে এটা আগামী রবিবারে শিফট করা হয়েছে। এরা মনিটর করবে এরপর তাদের প্রতিবেদন অনুসারে বৃহত্তর কমিটিতে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর দ্যা ডেইলি ক্যাম্পাসের ‘মধুর ক্যান্টিনের দিতে হয় না ভাড়া-বিল, তবুও দাম চড়া খাবারের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানের খাবারের দাম বৃদ্ধি এবং ক্যান্টিনের কর্মচারীদের অসদাচরণের বিষয়টি উঠে আসে। এরপর বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।


সর্বশেষ সংবাদ