ভারমুক্ত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসানকে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার হিসেবে ডা. মো. শামছুর রহমানকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আবু হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার কখনও মনে হয়নি আমি ভারপ্রাপ্ত ছিলাম। তখন যেভাবে দায়িত্ব পালন করেছি এখনও যথাযথ ভাবে সেই দায়িত্ব পালন করতে চাই। এই দায়িত্বে আমাকে সুবিবেচনায় রাখার জন্য উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ জানাই।
এদিকে প্রধান মেডিকেল অফিসার হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া মো. শামছুর রহমান বলেন, প্রায় ৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে প্রধান মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেছি। কখনও মনে হয় নাই স্থায়ী নাকি ভারপ্রাপ্ত দায়িত্বে আছি। মনে হয়েছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সেবা নিশ্চিতই মূল দায়িত্ব। আগামী দিনেও ক্যাম্পাসে স্বাস্থ্য সেবার মান নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবো।
উল্লেখ্য, চলতি বছরের ১১ জুলাই আবু হাসান ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি মেডিকেল অফিসার থেকে ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসারের দায়িত্ব গ্রহন করেন ডা. মো. শামছুর রহমান।