০৩ ডিসেম্বর ২০২৩, ২২:৩৪

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শূন্য আসনে নিয়মিত মাস্টার্সে দরখাস্ত আহ্বান

  © সংগৃহীত

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ১৫টি শূন্য আসনে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে বিভাগ। 

২৬ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এই দরখাস্ত আহবান করে বিভাগ। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যে কোনো পাবলিক/জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজসমূহ থেকে/প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ইউজিসি অনুমোদিত)/ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ থেকে ফারসি ভাষা ও সাহিত্য অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে সিজিপিএ কমপক্ষে ৩.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে। 

আরো উল্লেখ করা হয়, ফারসি, আরবি ও উর্দু বিষয়ে স্নাতক সম্মান এবং ইসলামি-আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (সম্মান) পাশসহ ফারসি ভাষা জানা শর্ত পূরণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে এবং দেশে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। 

ভর্তির ক্ষেত্রে প্রার্থীর নির্দিষ্ট বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। আবেদনকারীদের বিষয়ভিত্তিক ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফরমে আবেদন করতে হবে।
 
আবেদনপত্র ও ভর্তির তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ওয়েব সাইটের নোটিশে পাওয়া যাবে। যোগাযোগ: কলাভবন ৩য় তলা
কক্ষ নং ৩০২১ 
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়। 
মোবাইল: ০১৭৫৫৫৭৬৬০৯/০১৭১২৪৬৪১১৮