স্বর্ণপদক পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিভিন্ন সালের এম এস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ৫ জন কৃতী শিক্ষার্থীকে ‘ড. এম ওসমান গনি স্বর্ণপদক’ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ৫ জন শিক্ষার্থীকে ‘জেবুন্নেসা-আলতাফ স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বর্ষের ১৩ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিভাগীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের SWED DU Trust-এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন SWED DU Trust-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান ।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল যুগোপযোগী গবেষণার মাধ্যমে দেশের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে ড. সাহাব বাসিত বৃত্তি, ১ জন শিক্ষার্থীকে ড. এফ আর খান ও মো. বাহাউদ্দিন চৌধুরী স্মৃতি বৃত্তি, ১ জন শিক্ষার্থীকে নাসিরা বেগম স্মৃতি বৃত্তি এবং ১ জন শিক্ষার্থীকে মরিয়ম বেগম খান স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।